নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বিট পুলিশিং কমিটির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে যশোর হুশতলা মাঠপাড়ায় বিট পুলিশিং কমিটির উদ্বোধন উপলক্ষে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন পুলিশিং কমিটির সভাপতি আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিএম আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জান বাবুল, ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল আলম মিন্টু ও কোতয়ালি মডেল থানার বিট অফিসার এস আই শরিফ আল মামুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আরোজ আলী, বিট পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক ফারুখ হোসেন, সাংগঠনিক সম্পাদ মিন্টু শেখ, প্রচার সম্পাদক আফজাল হোসেন খোকা, অর্থ সম্পাদক মুবারক শেখ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা ছিলেন দপ্তর সম্পাদক ভক্ত কুমার ঘোষ।
