নিজস্ব প্রতিবেদক
আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে যশোরের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিএনপি স্বাধীনভাবে ধর্ম পালনে বিশ্বাস করে। বিএনপি মনে করে দেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলতে কিছু নেই। সকল ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বাস করবে। অন্যান্য ধর্মের মত দেশের সনাতন ধর্মের মানুষের সাথে বিএনপির সুসম্পর্ক আছে। অতীতেও বিএনপি সনাতন ধর্মের মানুষের পাশে ছিল।
তাই গেল ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর বিএনপি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সুরক্ষা দিয়েছে। আসন্ন দুর্গাপূজায়ও ঠিক একইভাবে বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে। প্রতিটি মন্দিরে দলীয় নেতাকর্মীরা পূজা মন্ডপে সুরক্ষা প্রদান করবেন। যাতে করে কোন দুষ্কৃতিকারী অরাজকতা সৃষ্টি করতে না পারে।
জেলা বিএনপির সাবেক আইন বিষয় সম্পাদক অ্যাড. দেবাশীষ দাসের সভাপতিত্বে এবং জেলা বিএনপির বর্তমান যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকার দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সহ-সভাপতি জয়ন্ত বিশ্বাস পল্টু, শ্যামল দাস, অ্যাড. প্রশান্ত দেবনাথ, দুলাল সমাদ্দার, যুগ্ম-সম্পাদক রতন আচার্য্য, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন পাল, যশোর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য তন্ময় সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য মানিক সাহা, যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।
