যশোর ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ২২ জানুয়ারি মাঠে গড়াবে এবারের আসর। ইতোমধ্যে দলবদল সম্পন্ন হয়েছে। ১২টি দল নিজেদের পছন্দমত ক্রিকেটার নিয়ে সাজানোর চেষ্টা করেছে সেরা দল। এছাড়া দলে বহিরাগত ক্রিকেটার নেয়ার সুযোগ রাখা হয়েছে। কে কত সেরা দল গঠন করেছে অবশ্য তা বলে দেবে মাঠে। তবে তার আগে কে কেমন দল গড়লো তা জানার চেষ্টা করেছেন দৈনিক কল্যাণের ক্রীড়া প্রতিবেদক এম এ রাজা। ধারাবাহিক প্রতিবেদনের শেষ দিনে থাকছে আসাদ ক্রিকেট একাডেমি।
২০০১ সাল থেকে যশোর ক্রিকেট লিগে খেলে আসাদ ক্রিকেট একাডেমি। ২০১৬ সালে প্রথমবারের মতো শীর্ষ লিগে খেলে দলটি। এই কয়েকবছরের মধ্যে গতবছরই সেরা সাফল্য পেয়েছিল দলটি। প্রথমবারের মতো খেলা সুপার ফোরে। গত আসরের ধারাবাহিকতা ধরে রেখে প্রথমবারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় দলটি।
সেই জন্য গত আসরের অধিকাংশ খেলোয়াড়দের ধরে রেখেছে দলটি। এরপাশে জেলার সেরা খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে দলটি। গত আসরে জাগরণী সংসদকে একাই বেশ কয়েকটি ম্যাচ জেতানো পেস বোলিং অলরাউন্ডার হাসানুর খেলবেন দলটিতে। জাগরণীতে খেলা আর এক ক্রিকেটার ব্যাটিং অলরাউন্ডার শামীম শরীফও দল নিশ্চিত করেছেন। শামীম শরীফের সাথে গত আসরের সর্বোচ্চ রান সংগ্রকারী আজিম শেখ অয়নকে দেখা যাবে ওপেনিং পজিশনে। এই দুজন ছাড়াও দলের টপ অর্ডারে দেখা যাবে গত আসরে ফাইভ স্টার ক্লাবে খেলা কাজী মাহাদী হাসান ও হামিদুল হক হৃদয়কে। হৃদয় ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সর্বোচ্চ সপ্তম রান সংগ্রহকারী। ১৫ ইনিংসে ২৭.৩৬ গড়ে ৩৮৩ রান করেন। দলের মিডল অর্ডারের দায়িত্বে থাকবেন রেজওয়ান হোসেন ও অনূর্ধ্ব-১৮ খুলনা বিভাগীয় দলের উইকেটকিপার ব্যাটার অভিক ঘোষ বিল্টু। স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন বাঁহাতি স্পিনার শেখ সাকিব আল হাসান। সাকিবের সাথে রেজওয়ান, শামীম শরীফকে হাত ঘোরাতে দেখা যাবে। হাসানুরের সাথে পেস বিভাগের আছেন সালাউদ্দীন রাজন ও অনূর্ধ্ব-১৮ যশোর জেলা দলের খেলোয়াড় অর্ক বিশ^াসকে। দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন তানভীর রশিদ আরাফ।
তানভীর রশিদ বলেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ক্লাবটির দেখভাল করেন। শফিকুজ্জামান দক্ষ ক্রীড়া সংগঠক। তার নেতৃত্বে এবার আমরা ব্যালেন্স দল গড়েছি। সব বিভাগে জেলার সেরা খেলোয়াড় নেয়ার চেষ্টা করেছি। ফরেরান কোটায়ও থাকবে চমক। সেই হিসেবে প্রথমবারের মত লিগ শিরোপা জিততে চায়।
আসাদ ক্রিকেট একাডেমি : আজিম শেখ অয়ন, কাজী মাহাদী হাসান, শেখ সাকিব আল হাসান, অর্ক বিশ^াস, সালাউদ্দীন রাজন, অভিক ঘোষ, হাসানুর রহমান, হামিদুল হক হৃদয়, রেজওয়ান হোসেন, শামীম শরীফ, তানভীর রশিদ আরাফ, সজীব শেখ, ফয়সাল উদ্দীন, রাইসুল ইসলাম, সুলতান।
