নিজস্ব প্রতিবেদক
যশোরে মুন্সী বেলায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ও সহকারী শিক্ষক আব্দুস সাত্তার খানসহ অন্যান্য প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) বিকেলে শহরতলী নুরপুর গ্রামে বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহুরুল হক, খোজারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, প্যাসিফিক মডেল স্কুলের পরিচালক মফিজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন টিপু প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, আদর্শ শিক্ষকের কখনও মৃত্যু হয় না। শিক্ষকরা তাদের সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে গেছেন। আদর্শবান শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শুধু স্বপ্নই নয়, স্বপ্ন পূরণের সঠিক পথ দেখিয়েছেন। প্রতিটি মানুষ তার কর্মেই বেঁচে থাকেন। সরলতা ও ব্যক্তিত্ব মানুষকে কখনো মরতে দেয় না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী তানভীর রায়হান তুহিন।
আয়োজকদের মধ্যে প্রাক্তন শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, মৃত্যুর পরও মানুষ তার কর্ম থেকে উপকৃত হয়। শিক্ষকরা তেমনই একজন ব্যক্তি। শিক্ষকরা ছিলেন শিক্ষার্থীদের পিতৃতুল্য অভিভাবক। একজন আর্দশ শিক্ষকের যেসব গুণাবলী থাকা দরকার অত্র বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ও সহকারী শিক্ষক আব্দুস সাত্তার খানসহ সকল শিক্ষকদের মধ্যে সবই ছিলো। তাদের শূন্যতা সহজে পূরণ হবে না। মহৎ কর্মগুলোর কারণে তাদের পরকালের জীবন সুখী হবে। আমরা তাদের স্মরণে আগামী দিনেও দোয়া মাহফিল অব্যাহত রাখবো।
দোয়া মাহফিল ও স্মরণ সভায় অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।