কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীদের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার গ্রহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে ঝিনাইদহের কালীগঞ্জে প্রত্যক্ষ উপকারভোগীকে ভাতা প্রদানের জন্য সহস্রাধিক ভাতাভোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার।
উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা লিয়াকত আলী খান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ও শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল।
প্রধান অতিথি এমপি আনার বলেন, কালীগঞ্জ উপজেলার সুন্দুরপুর-দুর্গাপুর ইউনিয়নে আজ সহস্রাধিক ভাতা ভোগী নারী পুরুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে একত্রিত হয়েছেন। বর্তমান সরকারের আমলে মানুষ বিভিন্ন প্রকার ভাতা পাচ্ছেন, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের জন্য এ সরকারের অবদান কখনো ভুলবার নয়। বিগত কোনো সরকার আমলে এতো ভাতা ছিল না। মুক্তিযোদ্ধারাও প্রাপ্য সম্মান পেত না। কিন্তু বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদোর ২০ হাজার টাকা ভাতাসহ বীর নিবাস আবাসন প্রকল্পের জন্যও প্রধানমন্ত্রীকে এ দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারাও কৃতজ্ঞ।