নিজস্ব প্রতিবেদক: যশোর প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের চ্যাম্পিয়ন হয়েছে ঘোপ ক্রীড়া চক্র। শনিবার মুসলিম একাডেমি মাঠে শিরোপী নির্ধারণী ম্যাচে তারা আব্বাস উদ্দিন হারুন স্মৃতি সংসদকে ৪৮-২৬ গোলে পরাজিত করে। ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের ফয়সাল। লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আব্বাস উদ্দিন হারুন স্মৃতি সংসদের সাব্বির।
শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অনুষ্ঠানে হ্যান্ডবল পরিষদের সহসভাপতি আনিসুজ্জামান পিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, মুসলিম একাডেমির পরিচালনা পর্যদের সভাপতি হাবিবুর রহমান চাকলাদার মনি।
স্বাগত বক্তব্য রাখেন হ্যান্ডবল পরিষদের সম্পাদক হিমাদ্রি সাহা মনি।