কল্যাণ ডেস্ক
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুর শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শহরের জনতা ব্যাংক মোড়ে এই সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে সকাল ১০টায় পথসভা শুরু হওয়ার কথা থাকলেও বুধবার গোপালগঞ্জে সংঘটিত একটি উত্তেজনাকর ঘটনার কারণে সময় পিছিয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে নির্ধারণ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সভাস্থলে প্রস্তুতির কাজ সকাল থেকেই চলছিল এবং সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ইতোমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির নেতাদের পূর্বঘোষণা অনুযায়ী, বুধবার রাতেই গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে কর্মসূচি শেষ করে ফরিদপুরে এসে অবস্থান করার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জে সংঘটিত হাঙ্গামার কারণে তারা খুলনায় চলে যান এবং সেখানেই রাত কাটান। আজ বৃহস্পতিবার সকালে তারা ফরিদপুরে পৌঁছে দুপুরের সভায় অংশ নেবেন।
এছাড়া, ফরিদপুরের মধুখালীতেও একটি পথসভা করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
ফরিদপুর এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ জানান, সময়সূচি কিছুটা পরিবর্তন করে দুপুর ১২টা ৩০ মিনিটে পথসভা শুরু হবে। তিনি বলেন, ফরিদপুরের জনগণ অত্যন্ত সুশৃঙ্খল ও ভদ্র। গোপালগঞ্জের মতো কোনো হাঙ্গামার আশঙ্কা আমরা করছি না।
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সমাবেশস্থলে চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনী ও র্যাব সদস্যরাও টহল দেবে। তবে ফরিদপুরের নিজস্ব পুলিশ বাহিনীর মাধ্যমেই এই নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, অন্য কোনো জেলা থেকে অতিরিক্ত জনবল আনা হয়নি।
তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করছি এই পথসভা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হবে।