নিজস্ব প্রতিবেদক: দখলমুক্ত হতে যাচ্ছে যশোর শহরের প্রাচীন জলাশয় লালদিঘির পাড়। তিন পাশের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান হবে। পরিস্কার হবে দিঘির পানিতে ও পাড়ে জমে থাকা ময়লা-আবর্জনাও। পাড় দখল করে বসানো দোকানপাট সরিয়ে নিতে ইতোমধ্যে নোটিশও দিয়েছে যশোর পৌরসভা।
‘দখলে দূষণে লালদিঘির কোটি টাকার উন্নয়ন শ্রীহীন’ শিরোনামে দৈনিক কল্যাণে সংবাদ প্রকাশ হয়। বুধবার সংবাদটি প্রকাশের পর শুরু হয় নড়চড়। সংবাদটি পৌর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে লালদিঘি রক্ষায় একগুচ্ছ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। যার মধ্যে অন্যতম হলো দিঘির পাড় দখলমুক্ত করা। পানিতে ও দিঘির তিন পাশে জমে থাকা ময়লা আবর্জনাও পরিস্কার করা হবে।
যশোর পৌরসভার সচিব আজমল হোসেন জানান, দিঘির পাড়ে অবৈধভাবে দোকান পেতে যারা ব্যবসা করছেন উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে তাদের। নিজ থেকে দোকান সরিয়ে না নিলে অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদ করা হবে। এছাড়া দিঘির পানি ও পাড়ে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কারের জন্য ২০ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। দিঘির পানি ও পাড় পরিস্কারসহ দখল উচ্ছেদের এই সিদ্ধান্ত শিগগিরিই কার্যকর হবে।