আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আগামী রোববার আনুষ্ঠানিক এ ঘোষণা দেয়া হবে। এর একদিন পর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পর্তুগালের মধ্য-ডানপন্থি প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো প্রেসিডেন্ট ও সংসদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটি চূড়ান্ত করেন। দেশটির সংবাদমাধ্যম কোরেও দা মানহা জানিয়েছে, প্রায় ১৫ বছরের বিতর্কের পর এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। ২০১১ সালে দেশটির বামপন্থি রাজনৈতিক দল লেফট ব্লক প্রথম এ প্রস্তাব সংসদে তোলেন।
পর্তুগালের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সান মারিনো এবং অ্যান্ডোরা আগামী সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। ফ্রান্স সৌদি আরবের সঙ্গে মিলে নিউইয়র্কে এ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করছে।
পর্তুগালের এই পদক্ষেপ এসেছে এমন সময়ে যখন জাতিসংঘের এক ঐতিহাসিক তদন্তে ইসরায়েলের গাজায় সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেয়া হয়েছে। গত বছরের অক্টোবর থেকে চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৫ হাজার আহত হয়েছেন।
বিভিন্ন দেশের ফিলিস্তিন স্বীকৃতির এসব ঘোষণাকে কঠোরভাবে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে “হামাসের প্রচারণা ছাড়া আর কিছু নয়” বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিটি দেশের স্বীকৃতির জবাবে অধিকৃত পশ্চিম তীরে নতুন অবৈধ বসতি স্থাপন করা হবে।