ক্রীড়া রিপোর্ট: বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের যশোর ভেন্যুর প্রথম দিনে অনুষ্ঠিত দুই ম্যাচে জয় পেয়েছে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলা। গতকাল শামস্-উল-হুদা স্টেডিয়ামে স্বাগতিক যশোরকে ৫-২ গোলে পরাজিত করে চুয়াডাঙ্গা। দিনের অপর ম্যাচে সাতক্ষীরা ৩-১ গোলে কুষ্টিয়া জেলার বিপক্ষে জয় পায়। জয়ী দল দুটি আগামীকাল সোমবার ফাইনালের ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে।
চুয়াডাঙ্গার হয়ে জোড়া গোল করেন বিদিশা। বিদিশা ম্যাচের ২৬ ও ৮০ মিনিটে গোল দুটি করেন। এছাড়া চুয়াডাঙ্গার হিরা ৩২, মালিয়া ৩৭ ও সাদিয়া ৭২ মিনিটে দলের পক্ষে গোল করেন। যশোরের হয়ে দুটি গোল পরিশোধ করেন হিরা। হিরা ম্যাচের ৩০ ও ৮৯ মিনিটে গোল দুটি করেন। দিনের অপর ম্যাচে সাতক্ষীরার হয়ে অন্তিকা, সাথী ও রাফেজা গোল তিনটি করেন। ৭২ মিনিটে কুষ্টিয়ার হয়ে একমাত্র গোলটি করেন শিরিন।
দ্বিতীয় ম্যচের আাগে যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ আলতাফুল হক, কুষ্টিয়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মকবুল হাসান লাবলু ও সাতক্ষীরার সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স। উপস্থিত ছিলেন, যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক নুরুল আরিফন, নির্বাহি সদস্য আলমগীর সিদ্দিকী, আশরাফুল ইসলাম প্রমুখ।
আজ একই মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে ১২টায় মুখোমুখি হবে খুলনা ও পটুয়াখালি। দুপুর ২টা ৩০ মিনিটে বাগেরহাটের প্রতিপক্ষ নড়াইল জেলা।