বটিয়াঘাটা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা থানার পল্লীতে মাদক বিক্রেতার হামলার শিকার হয়েছেন গাওঘরা এলাকার মহিব্বুল্লাহ নামে এক যুবক। উপজেলার গাওঘরা এলাকার জামাল মড়লের হুকুমে মাদক বিক্রেতা হাসিব ওরফে বিল্টু এবং শাহীন ওরফে নান্টু জমি জায়গা সংক্রান্ত জের ধরে এ ঘটনার সূত্রপাত।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে গাওঘরা এলাকার মহিব্বুল্লাহ মোড়লের উপর হামলা করে। প্রকাশ্য দিবালোকে তাকে ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাওঘরা এলাকার পল্লী চিকিৎসক খাইরুল বাশারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ভুক্তভোগীর স্ত্রী আয়সা খাতুন বলেন, আমি ৫ মাসের গর্ভবতী, আমার স্বামীকে মারপিট করার সময় আমি ঠেকাতে গেলে বিল্টু এবং নান্টু আমার পেটে লাথি মারে এবং মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় তারা। বতর্মান আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ শাহজালাল বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।