ক্রীড়া প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে বড় জয় পেয়েছে ইয়াং ক্রিকেটার্স। রোববার শামস-উল-হুদা স্টেডিয়ামে ৯ উইকেটে পাইওনিয়ার ক্রীড়া চক্রকে পরাজিত করে। এটি উভয় দলের প্রথম ম্যাচ ছিল।
টস জিতে ইয়াং ক্রিকেটার্সের অধিনায়ক ধীমান পাল প্রতিপক্ষ পাইওনিয়ান ক্রীড়া চক্রকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাট করতে নামা পাইওনিয়ার ২৬ ওভার ৫ বলে ১৩৫ রানে অল আউট হয়। এই রান টপকাতে খুব বেশি সময় নেয়নি ইয়াং ক্রিকেটার্স। ১৯ ওভার ৪ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। এই জন্য তাদের হারাতে হয় একটি উইকেট।
যদিও রান তাড়ায় দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যায় ওপেনার দলীয় অধিনায়ক ধীমান পাল (২)। শাহারিয়ার হোসেনকে সঙ্গে নিয়ে ওপর ওপেনার রাকিব হাসান বাবু আর কোন বিপদ ঘটতে দেয়নি। দুজনের অপরাজিত ১২৬ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। দুজনেই অর্ধশতকের দেখা পান। রাকিব একপাশে ঝড়ো ব্যাটিং করলেও কিছুটা ধীরে খেলেন শাহারিয়ার। ৩৬ বলে ফিফটি করা রাকিব শেষ পর্যন্ত ৪২ বলে ৬০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৭৭ মিনিট ব্যাট করা রাকিব মেরেছেন ৯টি চার ও একটি ছয়। শাহারিয়ার ৬২ রান করতে খেলেন ৭০ বল। মারেন সমান ৫টি করে চার ছয়। পাইওনিয়ারের একমাত্র উইকেটটি দখল করেন রাসেল হোসাইন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় পাইওনিয়ার। পরে এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে করতে পারে ১৩৫ রান। দলের পক্ষে সুমন মোল্লা ৪০ বলে ৪টি চারে সর্বোচ্চ ২৩ রান করেন। এরপাশে মামুন শেখ ১৭, আল আমিন খান ১৫ রান করেন।
বল হাতে ইয়াং ক্রিকেটার্সের হৃদয় ১৬ রানে ও ধীমান পাল ২২ রানে ৩টি করে উইকেট দখল করেন। এছাড়া রহমান ২টি ও রাকিব হাসান বাবু ১টি উইকেট দখল করেন।