নিজস্ব প্রতিবেদক: যশোরের সাংস্কৃতিক সংগঠন উদীচীর বর্ষবরণের সৌন্দর্য বর্ধনের প্রচারপত্র খুলে নেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাংস্কৃতিক অঙ্গণের কর্মীরা। তারা বলছেন, বর্তমান সরকার সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধের চেতনার সরকার। অথচ পৌরসভার মেয়র মুক্ত সংস্কৃতির উপর আঘাত এনেছেন। বিষয়টি নির্দনীয় ও লজ্জার। শনিবার পৌরসভার কর্মীরা উদীচীর প্রচারপত্র শহরের ঈদগাহ গোল চত্বর থেকে খুলে নিয়ে যায়।
যশোরের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও নাট্য সংগঠন বিবর্তন যশোরের সাবেক সভাপতি সানোয়ার আলম খান দুলু জানান, যশোর পৌরসভার মেয়র অসৌজন্যমূলক আচরণ করেছেন। শহরের বিভিন্ন স্থানে অসংখ্য বিলবোর্ড টানানো থাকলেও বর্ষবরণের অনুষ্ঠানের প্রচারপত্র খুলে নেয়া উচিত হয়নি। সুরবিতানের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস জানান, এটা চূড়ান্ত অবক্ষয়ের চিহ্ন। এই প্রথম পৌরসভার মেয়র দ্বারা সাংস্কৃতিক কর্মকা-ে বাধা দেবার ঘটনা ঘটল। যা নিন্দনীয়।
চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল জানান, যশোর পৌরসভা উদীচীর বর্ষবরণের প্রচারপত্র খুলে অপসংস্কৃতির নির্লজ্জ উদাহরণ সৃষ্টি করেছেন। যা খুবই অরুচিকর। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপ্লব জানান, প্রতিবছর বর্ষবরণে আমরা শহরের প্রাণকেন্দ্রগুলো সৌন্দর্য বর্ধন করে থাকি। এরই ধারাবাহিকতায় শহরের ঈদগােেহর পাশে গোল চত্বরে ছোট ৫টি নান্দনিক প্রচারপত্র ঝুঁলিয়েছিলাম। কিন্তু শনিবার পৌরসভার মেয়রের নির্দেশে তাদের কর্মীরা খুলে নিয়ে যায়। এতে আমরা মর্মাহত হয়েছি। কেননা মেয়র মহাদয় ও আমরা একই চেতনা ধারণ করি। তার এই কর্মকা-ে আমরা হতবাক হয়েছি।