শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় বলেশ্বর নদীর আকস্মিক ভাঙনে ক্ষতিগ্রস্থ সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকা পরিদর্শন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। বৃহস্পতিবার সকালে তিনি ভাঙন এলাকা পরিদর্শন করে স্থানীয় জনগনের খোঁজখবর নেন এবং ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।
এ সময় বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাছুম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মধু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন রাজিব, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মাহফুজ হোসেন, সাউথখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিলসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর মারকাজ মসজিদ সংলগ্ন বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন তারা।
এসময় এমপি আমিরুল আলম মিলন জনগণের উদ্দেশ্য বলেন, ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যাবস্থা নেয়া হবে। আর ঝুঁকিপূর্ণ এলাকায় নদী শাসনের একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২৪ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে আকষ্মিকভাবে বলেশ্বর নদীর তীরের প্রায় দুই বিঘা জমি সহ বেশকিছু গাছপালা নদীতে বিলীন হয়ে যায়। আকষ্মিক এ নদী ভাঙ্গণে হুমকির মধ্যে রয়েছে নতুন নির্মীত পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। ভাঙ্গন থেকে ৬/৭ ফুট দুরে রয়েছে বেড়িবাধেঁর সিসি ব্লক। ভাঙন অব্যাহত থাকলে নব নির্মীত এই বেরিবাঁধ নদীতে বিলীন হয়ে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা।
বিশ্বব্যাংকের অর্থায়নে সাড়ে তিনশ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। ৩ বছর মেয়াদী বেরিবাঁধ প্রকল্পের কাজ ৬ বছরে গড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়া কথা রয়েছে। কিন্তু নদী শাসন না করলে বেড়িবাঁধ নদী গর্ভে চলে যেতে পারে এই আশংকায় এলাকাবাসী দীর্ঘ দিন ধরে নদী শাসনের দাবিতে সোচ্চার রয়েছে।
সর্বশেষ
- যশোরে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী ইমলাক আটক
- যশোর করোনারি কেয়ার ইউনিটে মিলবে সংকটাপন্ন রোগীর সেবা
- ইনাম আহমেদকে অপসারণ দাবিতে ঐক্যবদ্ধ যশোরের ক্রীড়া সংগঠকরা
- ডিসিকে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা
- মণিরামপুরের চিহ্নিত সন্ত্রাসী সোহেলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড
- যশোরের আরবপুর ও উপশহর বিএনপি এবং যুবদল নেতাকে অব্যাহতি
- এবার কারাগারে শুরু ডোপ টেস্ট, শনাক্ত ৮
- আফগান সীমান্তের কাছে পাক সেনাদের অভিযান, নিহত ৩১