মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে একটি অসহায় দরিদ্র পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে রাস্তা তৈরি করে কপোতাক্ষ নদের খননকৃত মাটি রাতের আঁধারে ভাটায় নিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট ।
উপজেলার যোগিহুদা গ্রামের বাচ্চু মিয়াকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে রাস্তা তৈরি করে ১৫-২০টি ট্রাক্টর নামিয়ে কপোতাক্ষ নদের মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়।
ভুক্তভোগী বাচ্চু মিয়া জানান, ওই স্থানে তিনি বসবাস করতেন এবং একটি ছোট হোটেল দিয়ে জীবিকা নির্বাহ করতেন। মাটি বহনকারীরা তার হোটেলটি ভেঙে দেয়ায় তিনি এখন নিরুপায় জীবনযাপন করছেন।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।