আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে জানিয়ে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস বলেছেন, বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করছে না মার্কিন সরকার।
সোমবার (১ ফেব্রুয়ারি) নিউইয়র্কের কুইন্সে এক অনুষ্ঠানে এ কথা বলেন মার্কিন কংগ্রেসের এই নেতা। তিনি জানান, বাংলাদেশের আরও কিছু কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর নিষেধাজ্ঞা দিতে দেশের ভেতর এবং বাইরে থেকে অনেক ধরনের তদবির হলেও তাতে কান দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
এলিট ফোর্স র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের প্রায় দেড় মাস হতে চলল। এই সময়ে বহুল আলোচিত ইস্যুটিকে ঘিরে মার্কিন-বাংলাদেশের সম্পর্কসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
বিষয়টি নিয়ে যখন বিরোধী রাজনৈতিক দলগুলো কট্টোর সমালোচনা করছেন, ঠিক তখনই নতুন তথ্য দিলেন দেশটির হাউস ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান কংগ্রেস ম্যান গ্রেগরি মিকস। সোমবার নিইয়র্কের কুইন্সে আটলান্টিক ডাইনার রেস্টুরেন্টে এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। গ্রেগরি মিকস সাফ জানিয়ে দেন। বাংলাদেশের প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না। বলেন, চমৎকার সম্পর্ক ইতিবাচকভাবেই বিদ্যমান রয়েছে।
বাংলাদেশের আরও কিছু কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর মার্কিন মুলুকে নতুন করে নিষেধাজ্ঞা দিতে দেশের ভেতর এবং বাইরে থেকে অনেক ধরনের তদবির হচ্ছে বলেও তথ্য দেন প্রভাবশালী এই মার্কিন রাজনীতিবিদ। তিনি জানান, ঢালাও নিষেধাজ্ঞা নয় বরং ভালো করে খোঁজ নেওয়ায় বিশ্বাস করে তার দেশ মার্কিন প্রশাসন।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে নেতৃত্ব দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মার্কিন কংগ্রেস ম্যান বলেন, মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে এ বছরই প্রতিনিধিদের নিয়ে ঢাকা সফর করবেন তারা।