বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে টিন তৈরির আড়ালে নকল প্রসাধনী উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর গোবরদিয়া এলাকার বিসিক শিল্প নগরীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন।
প্রতিষ্ঠানটির কর্মচারী ইমদাদুল হক জানান, আদর্শ টিন ইন্ডাস্ট্রিজ নামে প্রতিষ্ঠানটিতে ‘এসএম ম্যানুফ্যাকচার’ নাম ব্যবহার করে ভিন্ন ভেজাল প্রসাধনী উৎপাদন করে বাজারজাত করা হতো। মালিক মিজানুর রহমানের নির্দেশেই কাজ করতেন তিনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানের অনুমোদন ছিল মাত্র তিনটি প্রসাধনী উৎপাদনের জন্য। তবে তারা গোপনে অন্তত ১০-১২ ধরনের ভেজাল পণ্য তৈরি করছিল, যার মধ্যে ছিল সাবান, সুগন্ধি তেল, সেন্ট, ভেজলিন, মেহেদি ইত্যাদি। অভিযানে প্রায় দেড় লাখ টাকার নকল প্রসাধনী ধ্বংস করা হয়।
এলাকাবাসী জানান, দিনের বেলায় প্রতিষ্ঠানটি তালাবদ্ধ থাকলেও রাতে কুরিয়ারের মাধ্যমে আনা কাঁচামাল দিয়ে গোপনে প্রসাধনী তৈরি হতো। পরে রাতের অন্ধকারে এসব অবৈধ পণ্য বাজারে সরবরাহ করা হতো।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ভেজাল প্রসাধনী উৎপাদন ও বিক্রি করে আসছিলেন। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে।