বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুরে ট্রাকের ধাক্কায় মো. সিদ্দিক হোসেন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. সিদ্দিক হোসেন দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।
আহতরা হলেন : একই গ্রামের মোস্তাক আলীর ছেলে মো. সুফিয়ান (২০), আক্কাস মোল্লার ছেলে মো. সাহিদুল (১৮), বারেক মোল্লার ছেলে আব্দুল মজিদ (৪৮) ও জালাল মোল্লার ছেলে মো. কবির হোসেন (৩৫)।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশে মাঠে কয়েকজন মাছ ধরছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে নামিয়ে দেয়। এ সময় ট্রাকটি জেলেদের ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে মো. সিদ্দিক হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ট্রাক উদ্ধারের কাজ চলছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।