নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ার বেতালপাড়ার কৃষক আলামিন হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবিতে ও সেচ পাম্প দখলের অভিযোগে পিতা-পুত্রসহ দুইজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
গত বুধবার আলামিন হোসেনের পিতা মুক্তার মোল্যা বাদী হয়ে এই মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআইকে) আদেশ দিয়েছেন। আসামিরা হলো, বেতালপাড়া গ্রামের মজিদ মন্ডল ও তার ছেলে রুবেল।
বাদী মামলায় বলেছেন, আলামিন হোসেন বেতালপাড়া মৌজায় তার পৈত্রিক ও ক্রয়কৃত একটি জমিতে বিদ্যুৎ চালিত সেচ পাম্প বসিয়ে নিজের ও আশেপাশের জমি চাষাবাদ করতেন।
সারাদেশে পুলিশ কর্মবিরতিতে থাকায় আসামিরা সুযোগ বুঝে আলামিনের সেচ পাম্প দখল করতে যায়। বিষয়টি জানতে পেরে আলামিন ও তার পরিবারের লোকজন সেখানে গেলে আসামিরা আলামিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার দিতে অস্বীকার করায় আসামিরা সেচ পাম্পের ঘরে তালা লাগিয়ে দেয়। সেচ পাম্প চালাতে হলে চাঁদার ৫ লাখ অগ্রিম এবং প্রতিমাসে তাদের চাঁদা দিতে হবে বলে জানায়। একপর্যায়ে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে আলামিন ও তার পরিবারের লোকজনদের তাড়িয়ে দেয়।
বিষয়টি নিয়ে চলমান পরিস্থিতির কারণে থানায় মামলা করতে না পারায় তিনি আদালতে এই মামলা করেছেন।