খাজুরা (যশোর) প্রতিনিধি
বাঘারপাড়া উপজেলায় জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে ঝরনা (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ শাহাজানের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ঝরনা ওই ওয়ার্ডের প্রবাসী শাহাজানের স্ত্রী। তার দুই সন্তান ছেলে হাসান (১১) ও মেয়ে ফাতেমা (৮)।
শুক্রবার মধ্য রাতের দিকে ছেলে মেয়ের কান্না শুনে প্রতিবেশিরা ছুটে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘারপাড়া থানার (ওসি) শাহাদাত জানান, নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে বাঁশের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।