শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
পশ্চিম সুন্দরবনের পায়রা টুনি খালে এক কাঁকড়া আহরণকারী বাঘের আক্রমণে নিহত হয়েছেন। নিহত মজিবর গাজী শ্যামনগর উপজেলার পাশ্বেমারী গ্রামের বাসিন্দা। ২০ ডিসেম্বর সকাল ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, হরিনগর থেকে কাঁকড়া ধরার উদ্দেশ্যে মজিবরসহ ৬ জন সুন্দরবনে যান। সকাল সাড়ে ১১টার দিকে তারা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন কাছিকাটা অফিসের মাহমুদা নদীর পাশে পায়রা টুনি খালে কাঁকড়া ধরার সময় তার ওপর বাঘের আক্রমণ হয়। এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বৈকেরি এলাকায় বাঘের আক্রমণে এক জেলের মৃত্যুর খবর জানতে পেরেছি।