আবুল কালাম আজাদ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধমূলক সভা করেছেন থানার ওসি নুর মোহাম্মদ গাজী। রোববার (১০ আগস্ট) সকালে ঝিকরগাছা সরকারি বহুমুখী (এমএল) মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সভা করা হয়।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সর্বদা তোমাদের পাশে আছে। প্রতিটি শিক্ষার্থী প্রাপ্ত বয়সের আগে বা নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বাল্যবিবাহ থেকে বিরত থাকবে। তোমাদের চলার পথে কোন অসাধু ব্যক্তিদের দ্বারা ইভটিজিংয়ের শিকার হলে সেই কর্মকাণ্ড প্রতিরোধ ঝিকরগাছা থানা পুলিশ সর্বদা তোমাদের পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদুল আলমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।