নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, অতীতে বিএনপি বিদ্যুতের নামে খাম্বা দিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এ পর্যন্ত ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। দেশে এখন আর বিদ্যুৎ সংকট নেই। মঙ্গলবার বিকেলে শার্শার নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে বাসাবাড়ি বাজারে আওয়ামী লীগের দলীয় অফিস উদ্বোধনকালে তিনি একথা বলেন।
তিনি আরো বলেছেন, এলাকার উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন শার্শা উপজেলা উন্নয়নের মডেল হবে। আমি নিজ এলাকার সকল মানুষকে স্বাবলম্বী হতে দেখতে চাই। এর জন্য শার্শার সকল মানুষের সহযোগিতা চাই। সকলের সহযোগিতা পেলে শার্শার প্রত্যেক মানুষের দোড়েগাড়ায় উন্নয়ন পৌছানো সম্ভব হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাত ধরে দেশ এগিয়ে চলছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপিত সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, নিজামুপর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সরদার প্রমুখ।
১ Comment
Pingback: যশোরে নির্মাণাধীন ভবন ঘিরে মৃত্যুঝুঁকি