কেশবপুর (যশোর) প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে বিভিন্ন স্থানে জামায়াত-বিএনপি চক্রের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেশবপুর উপজেলা যুবলীগ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদের নেতৃত্বে মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু, পৌর যুবলীগ নেতা জয় ভদ্র জগাই, পৌর কাউন্সিলর কবির হোসেন প্রমুখ। সভায় উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ বলেন, বিএনপি-জামায়াতকে কোন ধরনের সন্ত্রাস-নৈরাজ্য করতে দেয়া হবে না। আমরা রাজপথে থেকেই মোকাবিলা করবো তাদের।