নিজস্ব প্রতিবেদক
রোববার ভোরে কোতোয়ালি থানার একটি নাশকতা মামলায় বিএনপির শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে গ্রেপ্তার করেছে যশোরের পুলিশ। এদিনই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক টিএস আইয়ুব বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক।
কোতোয়ালী পুলিশের পরিদর্শক (অপারেসন্) পলাশ বিশ্বাস জানান, গত ৩১ অক্টোবর যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর এলাকা থেকে যাত্রীবাহী দু’টি বাস তল্লাশি করে বিএনপির ৬৬ নেতাকর্মীকে আটক করা হয়। এসময় বাসের ভেতরে আটককৃতদের দখলে থাকা থেকে ককটেল বোমা, পেট্রোল ও লাঠিসোঁটা জব্দ করা হয়। এই ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপির ৮৭ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়। ওই মামলার আসামি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে রোববার ভোর রাতে শহরের মণিহার এলাকা থেকে পুলিশ আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, এই মামলা ছাড়াও টিএস আইয়ুবের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ইতোপূর্বে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।