নিজস্ব প্রতিবেদক
বেনাপোলের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মারুফ হোসেনকে যশোরের ডিবি পুলিশ আটক করেছে। মঙ্গলবার রাতে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার জানান, মঙ্গলবার গভীর রাতে এসআই রইচ আহমেদ ও এএসআই ইমদাদুল হক বেনাপোলের কৃষ্ণপুর গ্রামের জনৈক নুরুল ইসলামের বাড়ির পাশে অভিযান চালান। এ সময় তারা সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী মারুফ হোসেনকে (৩৭) আটক করেন। পরে তার কাছ থেকে বিদেশি ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক মারুফ হোসেন বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি আরও জানান, আটক মারুফ হোসেনের বিরুদ্ধে মাদকের ৬টি এবং অস্ত্র আইনের ১টি মামলা রয়েছে।