মহেশপুর প্রতিনিধি: বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে বুধবার সকালে মহেশপুর প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
মহেশপুর প্রেসক্লাবে সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি শামীম আশরাফ, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আনওয়ারুল ইসলাম, নির্বাহী সদস্য আবু জাফর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান মিলন, অর্থ সম্পাদক আতিউর রহমান, দপ্তর সম্পাদক দাউদ হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নাজমুল হোসেন, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, সদস্য সুমন হোসেন, আক্তারুজ্জামান, আশরাফুল আলম, মাসুদুর রহমান সুজন ও আবুল বাশার। বক্তারা মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়ন কেন্দ্রিক নিউজকে কেন্দ্র করে একটি কুচক্রি মহল মহেশপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুক কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করায় নিন্দা ও প্রতিবাদ জানান।