বিনোদন ডেস্ক
‘ভারিসু’ ছবিতে শেষ দেখা গিয়েছিল কন্নড় অভিনেত্রী রাশমিকা মন্দানাকে। টুইটারে ‘যা ইচ্ছে প্রশ্ন কর’ সেশনে এক ভক্তের প্রশ্নে বেজায় বিরক্ত এই অভিনেত্রী। ভক্তরা নানা প্রশ্ন করেছেন সোমবারের ওই সেশনে। কিন্তু এক ভক্তের প্রশ্নে খানিকটা খেপেই গেলেন রাশমিকা।
ওই ভক্ত তাকে বললেন, তিনি যেন ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির ‘স্বামী স্বামী’ গানে নেচে দেখান। এই ছবির গানটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, যেখানেই যান রাশমিকাকে গানের সঙ্গে নেচে দেখানোর অনুরোধ আসে। ওই সেশনেও এমন প্রশ্নে বিরক্ত হয়ে রাশমিকা জানান, তিনি আর নাচবেন না। এই গানের সঙ্গে অনেকবার নেচেছেন। শুধু তাই নয়, এই গানে এতবার নেচেছেন যে, তার মেরুদণ্ডে সমস্যাও দেখা দেয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
ওই সেশনে নানা ধরনের প্রশ্নের উত্তর দেন রাশমিকা। তিনি বলেন, ‘আমি অনেকবার স্বামী স্বামী গানের সঙ্গে পা মিলিয়েছি। আমার মনে হয়, এই গানের সঙ্গে এত নাচলে ভবিষ্যতে আমার মেরুদণ্ডে সমস্যাও হতে পারে। কেন আমাকে বারবার এই গানে নাচতে বলেন? যখন আবার আমার সঙ্গে দেখা হবে, অন্য কিছু করতে বলবেন।
রাশমিকা জানান, বিজয় দেবরাকোন্ডার সঙ্গে শিগগিরই কোনো ছবির কথা জানাবেন। বর্তমানে তিনি মুম্বাইতে শুটিং করছেন। সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি জীবনে যা কিছুই করেন না কেন, সবকিছুতেই কিছু মানুষ সমস্যা খুঁজে পায়। এটা মানসিকভাবে তাকে মারাত্মক পীড়া দেয়।
বিশেষ করে তারা যখন এটা দিয়ে খোঁচা দেয়। প্রেমা নামের এক সাংবাদিকের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় এমন ব্যাপারও উঠে আসে যে, এত খ্যাতি ও জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি এসব কিছু ছেড়ে দেবেন কিনা।
রাশমিকা বলেন, ‘মানুষের আমার শরীর নিয়ে সমস্যা। আমি যদি বেশি বেশি জিম করি, তাহলে আমি পুরুষ মানুষের মতো। যদি আমি জিম না করি, তাহলে আমি মোটা। যদি বেশি কথা বলি, তাহলে আমি বিরক্তিকর, যদি আমি কম কথা বলি, তাহলে আমার ভাব বেশি। আমার কাছে মনে হয়, আমি শ্বাস নিলেও মানুষের সমস্যা, না নিলেও সমস্যা। তো আমার কাছে আপনারা কী চান? আমি কি সিনেমা ছেড়ে চলে যাব? নাকি থাকব?
এই মুহূর্তে রাশমিকা কাজ করছেন ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে। আল্লু অর্জুন অভিনীত এই তেলেগু ছবি ‘পুষ্পা’ ফ্রাঞ্চাইজির দ্বিতীয় পর্ব।
আরও পড়ুন: ছেলের জন্মদিনেও দূরত্ব বজায় রাখলেন শাকিব-বুবলী
১ Comment
Pingback: আশা করছি আমি ন্যায়বিচার পাব: শাকিব খান