নিজস্ব প্রতিবেদক: শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস উপলক্ষে দুই দিনব্যাপি বীর মুক্তিযোদ্ধাদের সুবর্ণজয়ন্তী শোভাযাত্রা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ৫০ জন বীরমুক্তিযোদ্ধা এই শোভাযাত্রা অংশ নেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কালেক্টরেট চত্বর থেকে সুসজ্জিত ট্রাক নিয়ে এই শোভাযাত্রা বের হয়। দুই দিনব্যাপী এই শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
প্রথম দিনে জাতীয় পতাকায় বর্ণাঢ্য সাজে সজ্জিত পাঁচটি ট্রাক মুক্তিযোদ্ধাদের নিয়ে চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা হয়ে শার্শা-বেনাপোলে যায়। দ্বিতীয় দিন শনিবার বাঘারপাড়া, অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর যায় র্যালিটি। এ সময় একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক পিকআপ পুলিশ ও একটি অ্যাম্বুলেন্স মুক্তিযোদ্ধাদের সার্বক্ষণিক নিরাপত্তা ও জরুরি চিকিৎসায় নিয়োজিত ছিলেন।