নিজস্ব প্রতিবেদক
জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাবের উদ্যোগে মাগুরায় যক্ষ্মা নিরাময়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএমএ মাগুরা জেলার সাধারণ সম্পাদক ডা. জয়ন্ত কুমার কুন্ডু। মাগুরা চক্ষু হাসপাতালের পরিচালক ডা. এআর মোল্লা বাবুল রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটাবের প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমান ও নাটাবের জেলা সাধারণ সম্পাদক এসএম আব্দুর রহমান। বক্তব্য রাখেন নাটাবের ফিল্ড লেভেল স্টাফ জাহাঙ্গীর আলম।
এতে ৩০ জন বীর মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেন। সভায় যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় করণীয় বিষয়সহ যক্ষ্মা কি, যক্ষ্মার লক্ষণ, যক্ষ্মা কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে যক্ষ্মা রোগের চিকিৎসা নিতে হয়, চিকিৎসার ব্যয় প্রভৃতি বিষয়ের প্রতি আলোকপাত করা হয়।