নিজস্ব প্রতিবেদক
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় নুর ইসলাম নামে এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য নোম্যান্সল্যান্ডে অপেক্ষা করছিল। শনিবার দুপুরে তার মৃত্যু হয়। তার বাড়ি যশোর শহরের বকচর এলাকায়। তিনি বকচরের গোলাম রসুলের ছেলে। তাস পাসপোর্ট নং অ০১১৩১৭২৭।
বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস।
এদিকে অনেকেই অভিযোগ করেন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম তাড়াতাড়ি শেষ হলেও ভারতীয় ইমিগ্রেশন ও কাস্টমস ইচ্ছা মত কাজ করে। এ কারণে নোম্যান্সল্যান্ডের খোলা আকাশের নিচে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাঝে মাঝে সে দেশের বিএসএফ লাঠি নিয়ে এসে চোখ গরম দিতে থাকে। বলেন কোন রকম নাড়াচাড়া হলে খবর আছে।