নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল বন্দরে শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বেনাপোল স্থল বন্দরে। আহত শ্রমিকরা হলেন বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের (৯২৫) যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল রঘুনাথপুর এলাকার আতাউর রহমান বেল্টু, তার ছোট ভাই রাজু আহম্মেদ, শ্রমিক নেতা ও কাগজপুকুর এলাকার জহিরুল ইসলাম। এরমধ্যে আতাউর ও রাজু যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এঘটনায় শ্রমিকদের একটি অংশের কর্মবিরতি ডাকলে বন্দর থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। আবারো সংঘর্ষের আশঙ্কায় বন্দরে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যের মোতায়ন করা হযেছে ও বন্দর এলাকা নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আহত রাজু জানান, স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন ও সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন সমর্থক শ্রমিক রয়েছেন বেনাপোল বন্দরে। সকালে হঠাৎ করে তাদের দুটি পক্ষ বন্দরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শ্রমিক নেতা আতাউর ও তিনিসহ আরো একজন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য আতাউর ও রাজুকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস জানান, তাদের দুজনরই শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। এরমধ্যে আতাউরের অবস্থা আশংকাজনক।
খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা বন্দরে এসে আন্দোলনরত শ্রমিকদের বের করে দিয়ে বন্দরের নিয়ন্ত্রণ নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আনসার সদস্যরা বন্দর এলাকায় সতর্ক অবস্থানে আছে বলে জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। তিনি বলেন, শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।