বেনাপোল (শার্শা) প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের সাঁড়াশি অভিযানে এক সাজা প্রাপ্ত আসামীসহ আট জনকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা। মঙ্গলবার বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে উপজেলার দৌলতপুর গ্রামের মসলেম আলীর ছেলে কোরবান আলী (৪৫), শিকড়ী গ্রামের শওকত আলীর ছেলে জাহিদুল ইসলাম ও সিদ্দিকের ছেলে আনিছুর রহমান (৩৫), সাদীপুর গ্রামের ইনতাজুরের ছেলে ইমরান (২৪), নায়েব আলীর ছেলে শাওন ও আলম ফকিরের ছেলে মিরাজ (২১), ভবেরবেড় গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে সোহেল শেখ (২৬) ও মৃত সামসুরের ছেলে আবুল বাশার (৩৮), কাগমারী গ্রামের মৃত জুলহাস হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৮)।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম’র নির্দেশক্রমে এসটিসি-৯২০/২০১৪’র সাজা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীগনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।