নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোলে আধুনিক মোটরসাইকেল সার্ভিস ও আসল স্পেয়ার পার্টস সরবরাহের লক্ষ্যে ‘বাইক ওয়ার্ল্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস সেন্টার’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বেনাপোল নতুন বাসটার্মিনাল সংলগ্ন নিউ হক ইন্টারন্যাশনাল সুপার মার্কেটের নিচতলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সেন্টারটির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাপ্পি। এসময় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির মালিক মারুফ ইসলাম।
‘বাইক ওয়াল্ড’ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এখানে ফুল সার্ভিসিং, ইঞ্জিন টিউন-আপ ও রক্ষণাবেক্ষণ, ব্রেক- ক্লাচ ও গিয়ার সার্ভিস, ওয়াশিং ও পলিশিং, ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনিং, ব্যাটারি ও লাইটিং চেকআপ, সাসপেনশন ও চেইন টেনশন সেটআপসহ সব ধরনের আধুনিক সার্ভিস সুবিধা দেওয়া হবে।
এছাড়া সেন্টারের স্পেয়ার পার্টস কালেকশনে থাকছে আন্তর্জাতিক মানের ব্র্যান্ডেড পার্টস, নির্ভরযোগ্য ওয়ারেন্টি, প্রতিযোগিতামূলক দাম এবং ইনস্ট্যান্ট ইনস্টলেশন সুবিধা। গ্রাহকদের জন্য চালু করা হয়েছে ভিআইপি মেম্বারশিপ কার্ড, যার মাধ্যমে নিয়মিত সার্ভিসে বিশেষ ছাড়, ফ্রি চেকআপ ক্যাম্পেইন ও জরুরি সাপোর্ট দেওয়া হবে। পাশাপাশি অগ্রিম সার্ভিস বুকিংয়ের জন্য হটলাইন ও অনলাইন সুবিধাও থাকছে।
প্রতিষ্ঠানটির মালিক মারুফ ইসলাম বলেন, “বেনাপোল একটি ব্যস্ত বাণিজ্যিক নগরী। প্রতিদিন হাজার হাজার মোটরসাইকেল চলাচল করে, কিন্তু উন্নত সার্ভিস ও আসল স্পেয়ার পার্টসের অভাব ছিল। আমরা ‘বাইক ওয়াল্ড’ এর মাধ্যমে সেই ঘাটতি পূরণ করতে চাই। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। একইসাথে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও আমাদের পরিকল্পনায় রয়েছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়রা নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এখানে মানসম্মত মোটরসাইকেল সার্ভিস সেন্টারের অভাব ছিল। ‘বাইক ওয়াল্ড’ চালু হওয়ায় এ অঞ্চলের বাইক মালিকরা নির্ভরযোগ্য সার্ভিস ও যন্ত্রাংশের নিশ্চয়তা পাবেন।