বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে ২৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নজরুল বিশ্বাস নামে একজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ৷ রবিবার মধ্য রাতে বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এলাকা থেকে তাকে আটক করা হয়। নজরুল বিশ্বাস বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে।
বেনাপোল পোর্টথানার সুত্রে জানা যায়, মাদক পাচার হবে এমন গোপন খবরের উপর ভিক্তি করে বেনাপোল পোর্ট থানার এস আই রাজু আহম্মেদের নেতৃত্বে স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি ইজিবাইকে থাকা ভারতীয় নিষিদ্ধ ২৮৭ বোতল ফেন্সিডিলসহ আসামী নজরুল কে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে যশোর কোর্টে প্রেরণ করা হবে৷
আরও পড়ুন:যশোর কারাগারে কয়েদির মৃত্যু