নিজস্ব প্রতিবেদক
যশোরে ২৭৫ বোতল ফেনসিডিলসহ আরিফ হোসেন (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার ভোর রাতে বেনাপোলের দৌলতপুর এলাকা থেকে আটক করা হয়। এই ঘটনায় আটক আরিফের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় আটক আরিফসহ পলাতক আরো একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক আরিফ হোসেন দৌলতপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে।
র্যাব ক্যাম্প যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হােসেন জানিয়েছেন, দীর্ঘাদন ধরে আটক আরিফ ও পলাতক আসামি দৌলতপুর গ্রামের মৃত আইজুদ্দিন মোড়লেল ছেলে আমির হোসেন আমু এলাকায় মাদকের কারবার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে আমির হোসেন আমুর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আমির হোসেন পালিয়ে গেলেও আরিফ হোসেনকে আটক করা হয়। পাশাপাশি ওই বাড়িতে থাকা ২৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দিয়ে এদিনই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
