নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বৃহস্পতিবার বিকালে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন (২২) ও ফাতেমা বেগম (৫০) নামে দুইজন আটক হয়েছেন। আটক আসামিরা হলো চট্টগ্রামের কর্নফুলী থানা এলাকার শফিকের ছেলে মনির হোসেন ও বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃত শহর আলীর মেয়ে ফাতিমা বেগম (৫০)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, দিঘিরপাড় গ্রামের একটি বাগানে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই ইমামুলসহ পুলিশ ফোর্স সেখানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে হাতেনাতে আটক করেন।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।