কবিতার মধ্যেই কথা বলে ওঠে শব্দের দলবল।
সেই দলবলকে নিয়ে কবি খেলতে থাকেন
তার ইচ্ছে মতো।
ইচ্ছেগুলো সময়ের চাদর থেকে
বের হয়ে আসে লোকালয়ে
তখন তারাই কথা বলতে থাকে নিজস্ব স্বরে।
বৈশাখ প্রেমের মাস না হলেও
বৈশাখ পুরাতন স্মৃতি-জরা-গ্লানি পেছনে ফেলে
নতুনকে-সবুজকে আবাহনের কাল, বৈশাখ।
নতুনের সাথে হাতে হাত ধরে চলার প্রেরণা,
বৈশাখ সম্ভাবনার দুয়ার খুলে দেয়ার স্বপ্ন।
ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো, সিডরের আতঙ্কে
যতটুকু না মানুষের হৃদয় কেঁপে ওঠে,
তারচেয়ে অনেক বেশি কেঁপে ওঠে
অপসংস্কৃতির আতঙ্কে।
ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো,সিডরের ক্ষয়ক্ষতি
তাড়াতাড়ি পুষিয়ে নেয়া যায়।
কিন্তু সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে চাপিয়ে দেয়া সিডরে বিধ্বস্ত জাতি শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে সময় লাগে, কখনোবা আর দাঁড়াতেই পারে না। তার অকালমৃত্যু ঘটে। আমাদের সাহিত্যে-সংস্কৃতিতে, মানুষের বিবেক-বুদ্ধিতে, কর্তাব্যক্তিদের মননে-মস্তিষ্কে,উঁচু-নিচু সর্বস্তরের
জনগণের জীবন ও মননে
একটা বিশাল বৈশাখী ঝড়ের বড় প্রয়োজন।
১লা বৈশাখ
১৪২৯