নিজস্ব প্রতিবেদক
যশোরে সাত দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ভৈরব নদ সংস্কার আন্দোলন। বুধবার দুপুরে কালেক্টরেট কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলামের নিকট স্মারকলিপি দেয় সংগঠনের নেতৃবৃন্দ।
দাবিগুলো হলো, উজানে দ্রুত সময়ের ভিতর নদী সংযোগ দিতে হবে। ভৈরবসহ সকল নদীর অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীর সীমানা ফিরিয়ে দিতে হবে। ভৈরব সহ সকল নদীর সীমানার মধ্যের স্থাপনা উচ্ছেদ করতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। নদী তট আইন মেনে নদীর সীমানা নির্ধারন করতে হবে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বিআইডব্লিউটিএর অনুমোদনসহ নৌ চলাচলের উপযোগী করে দ্রুত সময়ের ভিতর দাইতলা ছাতিয়ানতলা ও রাজার হাটের সেতুর কাজ শেষ করতে হবে। দাইতলা ও ছাতিয়ানতলার অস্থায়ী সেতু এখনই চলাচলের উপযোগী করতে হবে। হাসপাতাল ক্লিনিক বাজার বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য, পয় প্রণালী নদীগর্ভে ফেলা বন্ধ করে নদীর পরিবেশ ফিরিয়ে আনতে হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে হবে এবং নদীতে ছোট নৌকা বা বোর্ড দিয়ে নৌ ভ্রমণের ব্যবস্থা করতে হবে। একই সাথে নদী পাড়ে প্রাত ভ্রমণ বা সন্ধ্যাকালীন ভ্রমণের জন্য ফুটপাত তৈরী করতে হবে ও মুক্তেশ্বরীর বুক থেকে আদ-দ্বীনকে উচ্ছেদ করতে হবে। এবং নদী ভরাট করে প্লট বিক্রি কারিদের উচ্ছেদ ও আইনি ব্যবস্থা গ্রহন করতে হবে।
পরে দাবিসমূহ বাস্তবায়নে আহ্বান জানিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়। এতে জানানো হয়, সেতুর কাজ দ্রুত শেষ করা ও অস্থায়ী সেতুর মেরামত এখনই করার দাবিতে ২৪ সেপ্টেম্বর নির্বাহী প্রকৌশলী এলজিইডির নিকট স্মারকলিপি প্রদান ও তা না করা হলে অক্টোবরে দ্বিতীয় সপ্তাহে যশোর ঢাকা মহাসড়কে অবস্থান করা হবে।
সংগঠনের আহ্বায়ক প্রফেসর আফসার আলী স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জিল্লুর রহমান ভিটু, তসলিম-উর-রহমান, আবু হাসান, হারুন অর রশিদ, হাচিনুর রহমান, এ্যাড. মাহমুদ হাসান বুলু, রাসেদ খান,শেখ আলাউদ্দিন, সাহবুদ্দিন বাটুল, রায়হান বিশ্বাস প্রমুখ।