নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামে ভৈরব নদের দুই পাড় থেকে মাটি কেটে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাটি কেটে ট্রাকে করে অন্যত্র নিয়ে গেলেও যেন দেখার কেউ নেই।
সরেজমিনে দেখা গেছে, ঘোপ গ্রামের ভৈরব নদের পাড়ে স্কেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। সেই মাটি ট্রাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ ঘোপ গ্রামের তালেবের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় একই গ্রামের শাহাদৎ মোল্যার পুত্র জিল্লুর রহমান (জিল্লু), মৃত্যু মনু লশঙ্কারের পুত্র লিটন লশঙ্কার, হামিদপুর গ্রামের শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নদের পাড় কেটে মাটি বিক্রয় করে চলেছেন। ঘোপ এলাকার কিলোমিটারের পর কিলোমিটার নদীর পাড় সকাল থেকে রাত পর্যন্ত কেটে সাবাড় করে চলেছে। দিনরাত মাটির ট্রাক চলাচল করায় আশপাশের পাকা রাস্তা, ইটের সলিংসহ কাচা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাধারণ মানুষ বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা ধূলাবালির কারণে ঠিক মতো চলাফেরা করতে পারছে না।
এদিকে, সদরের ফতেপুর থেকে ঘোপে আসা একমাত্র ব্রিজটির এক অংশ মাটির ট্রাকের ধাক্কায় ভেঙ্গে গেলেও সাধারণ মানুষ প্রতিবাদ তো দূরের কথা মুখ পর্যন্ত খুলতে সাহস পায়নি।
সম্প্রতি যশোর পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘ দিনের প্রচেষ্টায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘোপ এলাকার ভৈরব নদের পাড় রাস্তা আকারে সৌন্দর্য্য বর্ধনের কাজ সম্পন্ন করে। কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়া ওই এলাকা থেকে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে প্রভাবশালী চক্রটি।
এ বিষয়ে জানতে চাইলে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন বলেন, খোঁজ নিয়ে দেখছি। অবৈধভাবে মাটি কেটে নিলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।