শুক্রবার থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ভোটের মাঠে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।
ঢাকা অফিস
দ্বাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে মাঠে নেমেছে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি।
আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। ভোট ঘিরে শুক্রবার থেকে ১৩ দিন পুলিশ-র্যাব-সশস্ত্রবাহিনীর সঙ্গে মাঠে থাকবেন বিজিবি সদস্যরা। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিজিবির সদরদপ্তর জানায়, “স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ২৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।”
বিএনপির হরতাল-অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৯ অক্টোবর থেকেই ঢাকাসহ সারা দেশে নিয়মতি বিজিবি নামনো হচ্ছে।
গত দুই মাসে বিএনপিসহ সমমনা জোটগুলো চার দফায় ৫ দিন হরতাল ও এ পর্যন্ত ১২ দফায় ২৩ দিন অবরোধ করেছে। এসব কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে কয়েকশ যানবাহনে আগুন দেওয়া হয়েছে।