নিজস্ব প্রতিবেদক
মণিরামপুরের ঝাঁপা গ্রামে উত্তরপাড়ায় ভোরণ পোষনের দাবি করায় মাকে মারপিটের অভিযোগে দুই ছেলেসহ নয়জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার ঝাঁপা উত্তর পাড়ার মৃত আকবর আলীর স্ত্রী বৃদ্ধা সামসুন্নাহার এ মামলা করেছেন। অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
আসামিরা হলো দুই ছেলে মিন্টু ও লিল্টু, মিন্টুর স্ত্রী ইরানী ও ছেলে নামইম, একই গ্রামের নুরুল হক, মোমিন, লিটন, কবির এবং ইকবাল।
মামলার অভিযোগে জানা গেছে, আকবার আলীর মৃত্যুর পর তার দুই ছেলে সব সম্পত্তি ভাগ করে নেয়। বৃদ্ধ বয়সে তারা তার মায়ের ভোরণ পোষণ দেয়না। ভোরণ পোষণ দাবি করলে তার দুই ছেলে মারপিটসহ নানা ভাবে হুমকি দেন। সামসুন্নাহারের কেনা ১০ কাঠা মিন্টুর কাছে লিজ দেয়া ছিল। এ টাকা চাওয়াকে কেন্দ্র করে তার দুই ছেলেসহ আসামিরা হাত-পা বেঁধে ঘরে আটকে রাখে। এরপর গত ২২ জুন সকালে আসামিরা একত্রিত হয়ে আসামিরা তার বাড়িতে ঢুকে ভাংচুর শুরু করে। সামসুন্নাহার বাধা দিলে তার দুই ছেলেসহ অন্যরা তাকে ও স্বাক্ষী আখতারুলকে মারপিট এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।