মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুরে দিনে-দুপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় ২ লাখ টাকার স্বর্ণের গহনা খুইয়েছেন তানজিলা খাতুন (২২) নামের এক নারী। মঙ্গলবার সকালে পৌর শহরের দুর্গাপুর মোড়ে এ ঘটনা ঘটে। তানজিলা উপজেলার ভোজগাতী ইউনিয়নের হুরগাতি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মণিরামপুর থানায় লিখিত অভিযোগ হয়েছে।
তানজিলা খাতুন প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পৌর শহরে আসেন। এ সময় অজ্ঞান পার্টির তিন সদস্য তার পিছু নেয়। একপর্যায় সুযোগ বুঝে ওই অজ্ঞান পার্টি চক্রের সদস্যরা তার মুখে চেতনানাশক স্প্রে করে প্রায় অজ্ঞান অবস্থায় তার হাত থেকে দুটি স্বর্ণের চুড়ি, আংটি, গলার চেইন, এক জোড়া কানের দুল এবং একটি স্মার্ট ফোন লুট করে পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ গৃহবধূর স্বামী আব্দুর রহমান জানান, তার স্ত্রীর গহনা লুটের বিবরণসহ থানায় অভিযোগ দায়ের করেন। থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, গৃহবধূর কাছ থেকে গহনা লুটকারি চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে।