নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির প্রবীন নেতা মোহাম্মাদ আবু মুছা আর নেই। শনিবার (৪ অক্টোবর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও এক মেয়ে রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
জানা গেছে, গত বুধবার তিনি হঠাৎ অসুস্থতাজনিত কারনে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি হন। তিনি বর্ণাঢ্য দীর্ঘ রাজনৈতিক জীবনে মোহাম্মাদ মুছা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন উপজেলা বিএনপির নেতা। বিএনপি প্রতিষ্ঠার পর তিনি উপজেলা বিএনপির প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর টানা ১২ বছর সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আশির দশকে তিনি শিক্ষকতার পাশাপাশি উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন থেকে তিনবার ইউপি চেয়ারম্যান ও পরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
আদর্শিক রাজনৈতিকবিধ, ত্যাগ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত জীবনধারার কারণে তৃণমূল কর্মীদের কাছে তিনি ছিলেন আস্থা প্রতীক। এমনকি আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার হয়রানিমূলক মামলায় কারাভোগ করেছেন তিনি। ১৯৯০ সালে রাজনৈতিক কারনে তার ছোট ভাই সন্ত্রাসীদের হামলায় নিহত হয়। তার পরিবারও বহুবার নির্যাতনের শিকার হয়। হঠাৎ মোহাম্মদ মুছার মৃত্যুতে মণিরামপুরসহ যশোর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সুত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজার নামাজ যোহরবাদ মণিরামপুর আলিয়া মাদ্রাসায় মাঠে এবং দ্বিতীয় জানাজার নামাজ আগামীকাল রোববার সকাল ১১টায় তার নিজ এলাকা নেঙ্গুড়াহাট মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন হবে বলে জানা গেছে।
এদিকে প্রবীন বিএনপির নেতা মোহাম্মাদ মুছার মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা হলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌরমেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, মকবুল ইসলাম, গাজী আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমার, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, সাধারন সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ও দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জনতার চেয়ারম্যান গাজী আলতাফ হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: যশোরে বজ্রাঘাতে বিএনপি নেতাসহ দুজনের মৃত্যু

 
									 
					