নিজস্ব প্রতিবেদক
যশোরে সড়ক দুর্ঘটনায় নাঈম হোসেন (২১) নামে এক যুবক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মণিরামপুরের রাজগঞ্জ ছয়লা বাজারে। তিনি মণিরামপুর বাজে চালুয়াহাটি গ্রামের বাসিন্দা।
আহত নাঈম হোসেন জানান, মোটরসাইকেল যোগে রাজগঞ্জ ছয়লা বাজারে যাওয়ার পথে হঠাৎ রাস্তায় কুকুর চলে আসে। তিনি গাড়ি থামনোর চেষ্টা করে ঘটনাস্থলে পড়ে গিয়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামিনুল হক রিজভী বলেন, তিনি শরীরের বিভিন্নস্থানে আঘাত প্রাপ্ত হয়েছেন। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।