নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
মণিরামপুরে ৩৫০ পিস ইয়াবা সহ ইয়াছিন বিশ্বাস (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেহালপুর ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার নেহালপুর ইউনিয়নের ঝাউতলা নামক স্থানে অভিযান চালিয়ে কেশবপুর উপজেলার সুফলাকাঠি ইউনিয়নের আড়–য়া গ্রামের ইয়াছিন বিশ্বাসকে আটক করা হয়।
নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আতিকুজ্জামান তার সঙ্গীয় অফিসার এএসআই শরিফুল ইসলাম ও এএসআই জাহিদ হোসেনকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আটকের পর তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ও একটি ১০০ সিসি কালো রঙের প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে পুলিশ। মণিরামপুর থানার ওসি (সার্বিক) শেখ মনিরুজ্জামান জানান, ইয়াছিন বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।