নিজস্ব প্রতিবেদক
মণিরামপুরে ভাংচুর ও বিস্ফোরক মামলায় আলোচিত উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ আত্মসমর্পণকারী ৩ আসামিকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। আজ বৃহস্পতিবার বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান জামিন শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।
অপর আসামিরা হলেন, একই উপজেলার জুড়ানিপুর গ্রামের আব্দুল কুদ্দুস ও হাকোবা গ্রামের শওকত আলীর ছেলে আজিম হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, মণিরামপুর পৌর যুবদলের আহবায়ক হাকোবা গ্রামের মিজানুর রহমানের হাকোবা মোড়ে এমএম পোল্ট্রি এন্ড ফিস নামে দোকান আছে। তিনি গত ১০ ফেব্রুয়ারি রাতে দোকানে ছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে একদল সন্ত্রাসী অস্ত্র-সস্ত্র নিয়ে তার দোকানে হামলা করে। এ সময় হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশে দোকানের মধ্যে দুইটি বোমা নিক্ষেপ ও ভাংচুর করে। এই ঘটনায় মিজানুর রহমান পরদিন আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে আসমি দিয়ে ভাংচুর ও বিস্ফোরক আইনে মণিরামপুর থানায় মামলা করেন। এ মামলায় বাচ্চুসহ অপর তিন আসামি দীর্ঘদিন ধরে পলাতক থেকে পুলিশি গ্রেপ্তার এড়াতে আদালতে আত্মসর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
সর্বশেষ
- বেনাপোলে সীমান্তে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা
- অবকাঠামো নির্মাণে জমি বরাদ্দ ও দ্রুত সেবা কার্যক্রম চালুর দাবি
- ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী
- মানবতাবিরোধী অপরাধে অভিযোগপত্র দাখিল হলেই নির্বাচন, চাকরিতে অযোগ্য
- অবসরপ্রাপ্ত শিক্ষক এখন লেবু বিক্রেতা
- কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ড্রাগন চাষির মৃত্যু, আহত এক
- ১২ ঘণ্টার মধ্যে নড়াইলের মুন্নি খানম হত্যা রহস্য উন্মোচন
- পানি দ্রুত নিষ্কাশনের জন্য ভবদহ স্লুইস গেটের সবগুলো কপাট খুলে দেয়ার দাবি