মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মহেশপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি আব্দুর রহমান ও শেখ এনামুল দুলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার সকালে মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শামীম আশরাফ, ওলিয়ার রহমান, আব্দুর রাজ্জাক রাজন, সাইফুল ইসলাম, আবুল কাশেম, নাজমুল হোসেন, আনওয়ারুল ইসলাম, শামীম খান জনি, আতিউর রহমান, আব্দুল হালিম চঞ্চল, মাহামুদুল হাসান মিলন, আলমগীর হোসেন, সুমন হোসেন,আব্দুল হামিদ, আব্দুস সালাম, আশরাফুল আলম, মাসুদুর রহমান সুজন প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে আলাপ-আলোচনার পর সর্ব সম্মতিক্রমে আব্দুর রহমানকে সভাপতি ও শেখ এনামুল হক দুলুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে।