মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মহেশপুর অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনওসহ সাত কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে মহেশপুর অফিসার্স ক্লাবের অফিস কক্ষে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে বিদায়ী কর্মকর্তাগন বক্তব্য রাখেন। বিদায়ী কর্মকর্তারা হলেন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মৎস্য অফিসার আলমগীর হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শুভেন্দু ঘোষ, ইন্সট্রাক্টর সুভাশ ঘোষ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জুলফিকার আলী। নয়ন কুমার রাজবংশী নবাগত ইউএনও হিসাবে যোগদান করবেন বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।