মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে বিএসএফ টহল দল।
মাটিলা বিওপির কোম্পান কমান্ডার হাবিলদার হাফিজুর রহমান জানান, অবৈধভাবে অনুপ্রবেশকালে মাটিলা বিওপির বিপরীতে রানাঘাট বিএসএফ ক্যাম্পের টহলদল শনিবার সন্ধ্যায় ভারতের অভ্যন্তরে বাংলাদেশী ৬ জন নাগরিককে আটক করে। পরবর্তীতে ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহীন আজাদ উভয়পক্ষের সাথে আলোচনা করে মকরধসপুরে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়। বিজিবির তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করে।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান এ ব্যাপারে মামলা হয়েছে। রোববার সকালে আটকদের আদালতে পাঠানো হয়েছে।